অভিন্ন শর্তে ২৮ অক্টোবর অনুমতি পেতে পারে দুই দল

নিউজ ডেস্কঃ

২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশের অনুমতি দিতে পারে পুলিশ। দুই দলই তাদের কর্মূসচি কিভাবে, কখন, কোথায় করতে চায়- তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দুই দলের পক্ষ থেকেই।

সব কিছু বিবেচনা করে অনুমতি দিতে পারে পুলিশ।

আগামীকাল শুক্রবারই অনুমতির বিষয়টি জানানো হবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সমাবেশের অনুমতি দিলেও দুই দলকে অভিন্ন বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে শান্তি সমাবেশ ‘পছন্দের’ ভেন্যু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে আওয়ামী লীগ।

ডিএমপির দেওয়ার চিঠির উত্তরে বিষয়টি স্পষ্ট করা হয়েছে দলের পক্ষ থেকে।

বিএনপি তাদের মহাসমাবেশ করতে চায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে। তারাও বিষয়টি জানিয়েছে পুলিশকে। তবে উভয় দলকে ‘পছন্দের’ ভেন্যুতে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেটি এখনো চূড়ান্ত নয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশের কাছে দেওয়া দুই দলের চিঠি ইতিবাচকভাবে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে অনুমতি দিতে সমস্যা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *