অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে ‘প্রিয়তমা’

 

সিনেমার দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল

মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দুটি শো হতে যাচ্ছে। 

৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে চলবে প্রিয়তমা।

দুটোই হাউসফুল শো। এরপর সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সবগুলো স্টেট এর ক্যানবেরা, মেলবোর্ন,পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‌‘প্রিয়তমা’।

অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি। এর আগে ঢালিউড নবাবের কোনো ছবি অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে মুক্তি পায়নি।

অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ায় প্রিয়তমা পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। ঈগল এন্টারটেইনমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাবিবর চৌধুরী বলেন, ‌‘বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান।

ওনার ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশী ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও ছবিটি দেখতে আগ্রহী। ছবিটি ঘিরে দুই দেশের দর্শকদের মধ্যেই বিপুল আগ্রহ দেখছি। প্রিয়তমা বাংলাদেশ মাত করেছে। ঈদের পর থেকেই সেই আঁচ অস্ট্রেলিয়াতেও।অস্ট্রেলিয়ান দর্শকরা প্রিয়তমার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।’

সিনেমার গান শুনেই প্রিয়তমা দেখতে আগ্রহী হওয়ার কথা জানান প্রবাসী বাংলাদেশি ছাত্রী সানজানা খান। তিনি বলেন, ‘প্রিয়তমার “ও প্রিয়তমা” ও “ঈশ্বর” এবং “গভীরে” শোনার পর থেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলাম। আমি পুরো পরিবার নিয়ে দেখতে যাচ্ছি।’

লাকেম্বার বিডি ফ্রেস ভেজিট্যাবল এন্ড গ্রোসারি, জ্যাস কাট এবং লাকেম্বা মোবাইল কিং এর ব্যবস্থাপক প্রবাসী বাংলাদেশি শাকিল হোসেন বলেন, ‍‘এর আগে শাকিব খান এর শিকারী, নবাব, ভাইজান এলোরে, নাকাব, চালবাজ মুভিগুলো ওটিটিতে দেখেছি। এই প্রথম শাকিব খানের ছবি অস্ট্রেলিয়াতে এত বড় পরিসরে প্রিমিয়ার হচ্ছে। পরিবার ও বন্ধুদের নিয়ে দেখতে যাচ্ছি।’

হিমেল আশরাফ দীর্ঘ ছয় বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রিয়তমা চলচ্চিত্রটি দিয়ে। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জ সহ আরও অনেকে। ভার্সেটাইল মিডিয়া এর আরশাদ আদনান প্রযোজিত ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *