বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় প্রতি বছরের ন্যায় সালেহা ইমারত ফাউন্ডেশন পক্ষ থেকে ২০২২ সালে এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আগামীকাল শনিবার সকাল ৯ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলার মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান।
২০০৬ সাল থেকে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধনা প্রদান উপলক্ষে সালেহা ইমারত ফাউন্ডেশন প্রদত্ত নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। বাগমারার যে সকল শিক্ষার্থী উপজেলার বাইরে লেখাপড়া করে জিপিএ-৫ পেয়েছেন তাদের কেও সংবর্ধনা প্রদান করা হবে এই অনুষ্ঠানে।