চট্টগ্রাম সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত ৬ জনের মরদেহ হস্তান্তর

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত ৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

রোববার (৫ মার্চ ) বিকেলে সাড়ে টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়।

বিস্ফোরণে নিহত ৬ জন হলেন, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী  জাহানাবাদ এলাকার  ইসমাইল হোসেনের ছেলে শামছুল আলম (৫৬), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আবদুল কাদের (৫৮), লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩০) ও ময়মনসিংহ জেলার সেলিম রিচিল।  

নিহত ৬ জনের মধ্যে শামছুল আলম ও সালাহউদ্দিন কারখানার কর্মী নন। ঘটনার সময় তাঁরা ছিলেন কারখানা থেকে আধা কিলোমিটার দূরে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী পুলিশ এএসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, সরকারি নিয়ম অনুসারেই আমরা কাজ করছি। আমরাও চেষ্টা করছি দ্রুত মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করতে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর শুরু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হওয়ার ঘটনায় মামলা করা হবে। অক্সিজেন কারখানা বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তের কাজ চলছে। কারা এ দুর্ঘটনার জন্য দায়ী, সেটি খুঁজে বের করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *