তানোরে ও ভোলাহাটে ভুয়া পুলিশ-র‌্যাব গ্রেফতার

রাজশাহীর তানোরে ভুয়া পুলিশ ও ভোলাহাটে ভুয়া র‌্যাবকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পৃথক জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তানোর প্রতিনিধি জানান, তানোরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনাটি ঘটেছে উপজেলার সরনজাই ইউপির লভলবি গ্রামে। এঘটনায় ওই বাড়ির শামিল টুডু মালিক বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল ৬টার দিকে তানোর পৌর এলাকার সিন্ধুকাই গ্রামের আমির উদ্দিনের পুত্র আকতারুজ্জামান আক্তারসহ (২৮) তিনজন মোটরসাইকেল নিয়ে উপজেলার লবনবী আদিবাসী পাড়া গ্রামের লগেন টুডুর ছেলে শামিল টুডুর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে তাদের সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাতিহাটি নামক স্থানে আসলে স্থানীয় লোকজন আখতারুজ্জামানকে আটক করে ও বাকি দুজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তানোর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আখতারুজ্জামান আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিয়ে শামিল টুটু তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তানোর থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খোয়া-যাওয়া ৮০ হাজার টাকা ও বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আটককৃত আর স্বামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোলাহাট প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভুয়া র‌্যাবকে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী । ভুয়া র‌্যাবের বাড়ি শিবগঞ্জ উপজেলার ওমরপুর চামাগ্রামের মৃত রফিকুলের ছেলে তরিকুল। ২৫ বুধবার রাতে ভোলাহাট উপজেলার মান্নুমোড় কালিনগর গ্রামে চাঁদাবাজির সময় আটক করে গ্রামবাসী। বাকি ২জন পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানায়। পরে ভোলাহাট থানা পুলিশ তাকে আটক করে।

ভোলাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা চৌধুরী বলেন, আমরা তাকে আটক করে নিয়ে এসে মামলা দিয়েছি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *