নওগাঁর ঐতিহ্যবাহী জেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৩ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রেসক্লাবের প্রয়াত সদস্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সকল সদস্য ও দেশের তরে যারা প্রাণ দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিগত একবছরের সকল কার্যক্রম সম্পর্কে ক্লাবের সদস্যদের মাঝে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক শফিক ছোটন।
সভায় আগামীতে ঐতিহ্যবাহী প্রেসক্লাবকে আরো কিভাবে অবকাঠামোগত উন্নয়ন ও নানাবিধ কল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সকলেই আলোচনা করেন। সভা শেষে নির্বাচন কমিটির আহ্বায়ক এ্যাড, ডিএম আব্দুল বারী আগামী ২০২৩সালের জন্য চ্যানেল আইয়ের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিনকে সভাপতি ও যমুনা টিভির নওগাঁ প্রতিনিধি শফিক ছোটনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক কাজী জিয়াউল হক বাবলু, মাসুদুর রহমান রতনসহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।