বাগমারায় আ’লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আ’লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান ঘিরে টান টান উত্তেজনার পরিবেশে সৃষ্টি হয়। বিশৃংখলা এড়াতে পুলিশ মোতায়েন ছিল উভয় মঞ্চের মধ্য ভাগে।
শনিবার (১জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদ এর শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্তৃক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপর দিকে মাত্র দুইশ গজ দুরত্বে উপজেলা চত্বরের জেলা পরিষদের ডাক বাংলা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার স্ব-পক্ষের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের ব্যানারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছাকাছি দূরত্বের মধ্যে একই দলের পৃথক দুটি অনুষ্ঠান ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় দু’পক্ষের মাঝে উত্তেজনামূলক শ্লোগান শুরু হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করে। অনুষ্ঠানের মাঝে অবস্থান নেয় বাগমারা থানা, ডিবি পুলিশ ও জেলা পুলিশের সদস্যবৃন্দ। অবশেষে পুলিশ পাহারায় দুই স্থানেই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কোন ঝামেলা ছাড়াই শেষ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ছেলে ফকরুদ্দিন মোহম্মাদ আগা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, সোনাডাঙ্গা ইউনিয়নের চেযারম্যান আজাহারুল ইসলাম, চেয়ারম্যান লুৎফর রহমান, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম প্রমুখ।
অপর দিকে তাহেরপুর পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের অন্যতম সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার স্ব-পক্ষের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের ব্যানারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর ছেলে তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুিঠয়া-দুৃর্গাপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেছা তালুকদার, জেলা আ’লীগের উপদেষ্টা প্রফেসর পিএম শফি, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *