বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সমন্বয় সভার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, উপজেলার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমন্বিত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। বিশেষ করে তাহেরপুর পৌরসভায় কি কি উন্নয়ন হচ্ছে সে বিষয়ে কোন আলোচনা হয় না এই সমন্বয় সভায়। তাহেরপুরের মেয়র সমন্বয় সভার সদস্য হওয়ার পরও কেন উপস্থিত হয় না। পরিষদের পক্ষ থেকে প্রতিটি উন্নয়নের বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। কোন কাজে লাগে সেই বরাদ্দ সেটা দেখার জন্য প্রশাসনের নজরদারী বাড়াতে হবে। সমন্বয় সভার সদস্যদের প্রতিটি সভায় উপস্থিত থাকা জরুরী। কারণ এই সভায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে। সেই সাথে উপজেলা সদরকে যানযট মুক্ত করতে হবে। ভবানীগঞ্জ পৌরসভা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই পৌরসভার যানযট দূর করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার উন্নয়নে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।
এছাড়াও প্রশাসনের স্ব-স্ব দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম সমূহ যথা সময়ে সম্পাদনের জন্য সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অন্যদিকে মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, বাগমারা থানার এসআই আব্দুল মান্নান, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, আলমগীর সরকার, মোজাম্মেল হক, মাহমুদুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।