বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৪ফেব্রুয়ারী) উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে সালেহা ইমারত ফাউন্ডেশন কতৃর্ক আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮১৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করখন্ড দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, আক্কেল পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ফারুক হোসেন ও ভবানীগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের সৈয়দা গালিব মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নৃরী ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সেরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মচমইল উচ্চ বিদ্যালয়, এসএসসি (ভোকঃ) সাকোঁয়া স্কুল ও দাখিল করখন্ড মাদ্রাসার প্রধানের হাতে সন্মাননা ক্রেষ্ট ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।