বাঘায় নিখোঁজ শিশু ঈশার সন্ধান না পেয়ে দিশেহারা পরিবার

রাজশাহীর বাঘায় নিখোঁজ ৫ বছর বয়সের শিশু ঈশা খাতুনের এক সপ্তাহে সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। বিভিন্নস্থানে খোঁজ করে শিশুর সন্ধান করতে পারেনি। এ ঘটনায় সাধারণ ডায়েরির পর অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

জানা যায়, আড়ানী রেলস্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগম ভাপা পিঠা বিক্রি করেন। বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) রাত ৮টার দিকে মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ঈশা। পরে সে আর বাড়িতে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা ইউসুফ আলী বাদি হয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরির পর শনিবার (৫ ফেব্রুয়ারি) বাঘা থানায় অজ্ঞাত আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।

শিশুর পিতা ইউসুফ আলী বলেন, আমার মেয়ে নিখোঁজ না অপহরণ কিছুই বুঝতে পারছিনা। এক সপ্তাহ থেকে খুঁজে পাচ্ছিনা। আমার মেয়ের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, নিখোঁজের সময় গায়ে ছিল জিন্স রংয়ের জ্যাকেট ও জিন্সের ফুল প্যান্ট। কপালের বাম পাশে দাগ রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি মেয়ের সন্ধান পেলে আমার কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে প্রথমে একটি সাধারণ ডায়েরি পরে অপহরণ মামলা করা হয়েছে। তারপরও শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *