রাজশাহীতে শুরু হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে আজ থেকে রাজশাহীতে শুরু হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩, রাজশাহী বিভাগীয় জেলা পর্যায়ে (অনূর্ধ্ব ১৭ তরুণ-তরুণী) ফুটবল, অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি,এস, এম জাফরউল্লাহ বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ক্রীড়াবিদ ছিলেন তার জৈষ্ঠ্যপুত্র শেখ কামাল এর নামে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার মধ্য দিয়েই রাজশাহী বিভাগ সাফল্যের চাবি বয়ে আনবেন বলে আমি আশা করি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেনী বলেন, বঙ্গবন্ধু পরিবার একটি ক্রীড়া বান্ধব পরিবার। তারা খেলাধুলাকে সব সময় প্রাধান্য দিয়ে আসছে । মাননীয় প্রধানমন্ত্রী দেশের খেলা হলেই নিরাপত্তা উপেক্ষা করে গ্যালারীতে গিয়ে খেলা দেখতেন ও খেলোয়াড়দের উৎসাহ যোগাতেন।

পুলিশ কমিশনার আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশ নামের শুরুতেই আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, দিয়েছেন পরাধীনতা থেকে মুক্তি। তাঁর ডাকেই বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে। তিনি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে স্বাধীনতার পরাজিত শক্তি। এমন নির্মম হত্যাকা- পৃথিবীতে বিরল ও নজিরবিহীন। বঙ্গবন্ধু ও তাঁর সপরিবার হত্যাকান্ডের কালো অধ্যায় আজও আমাদের তাড়িয়ে বেড়ায় নানা বেদনায়। সেদিন হত্যাকারীদের কাছ থেকে রক্ষা মেলেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের। আজ তিনি জীবিত থাকলে, হয়তো দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতেন।

তিনি আরও বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী

শেখ কামাল ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে পারদর্শী ছিলেন। শাহীন স্কুলে পড়ার সময় স্কুলের হয়ে নিয়মিত ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল খেলতেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি নিয়মিত ক্রিকেট খেলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল এবং বাস্কেটবলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অবদান রাখেন শেখ কামাল। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে স্মরণ করছে দেশের মানুষ হৃদয় থেকে।

এদিকে তরুনদের সাঁতারে ৫০মিঃ ফ্রিষ্টাইলে রাজশাহীর পারভেজ, ৫০মিঃ ব্যাকে বগুড়ার রাব্বি,৫০মিঃ ব্রেষ্টে বগুড়ার রায়হান ও ৫০মিঃ বাটারে বগুড়ার রাব্বি ১ম স্থান অধিকার করেন। তরুনীদের সাঁতারে ৫০ মিঃ ফ্রিষ্টাইলে বগুড়ার মালতী, ৫০ মিঃ ব্যাকে বগুড়ার ইশারতি জাহান, ৫০ মিঃ ব্রেষ্টে বগুড়ার মালতী ও ৫০ মিঃ বাটারে বগুড়ার ইশারতি ১ম স্থান অর্জন করেন। তরুনদের ফুটবলে পাবনা ২-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বগুড়া ৭-৬ গোলে হারায় রাজশাহীকে হারায় ও চাঁপাইনবাগঞ্জ ২-১ গোলে নওগাঁকে হারিয়ে ফাইনালে উঠে অন্য দিকে পাবনা ফাইনালে উঠে। আজ বৃহস্পতিবার(১৯) জানুয়ারী) ফাইনালে পাবনা ও বগুড়া অংশ নেবে । আর অ্যাথলেটিক প্রতিযোগিতা শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *