নিউজ ডেস্কঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ‘ঘুমের মধ্যে’ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিক্ষার্থীর ফরহাদ হোসেন রনি। তার বাড়ি কুমিল্লা জেলায়। রনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি মাদার বখ্শ হলে আবাসিক ছাত্র ছিলেন।
জানা যায়, রনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। বাবা স্কুলে শিক্ষকতা করেন। আগস্টে স্নাতক শেষ হওয়ায় ঢাকার একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন রনি।