৪ নারীর শরীরে বিশেষ কায়দায় লুকানো ছিল ফেনসিডিল, ধরল র‌্যাব

র‌্যাবের হাতে ধরা পড়া চার নারী। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্কঃ

জয়পুরহাট রেলস্টেশন থেকে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা বেগম (৪৪), মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬) ও মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) এবং মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি বেগম (২৭)। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

মেজর শেখ সাদিক সাংবাদিকদের জানান, গোপন তথ্যে জানা যায়, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর আন্ত নগর ট্রেনে কয়েকজন নারী মাদক ব্যবসায়ী বিশেষ বডি ফিটিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে ঢাকা যাচ্ছেন। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছার পর স্টেশন মাস্টারকে অবগত করে ট্রেনের একটি কামরায় তল্লাশি চালায় র‌্যাব। এ সময় ওই চার নারী কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে এক নম্বর প্ল্যাটফরমের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

তল্লাশি করে অভিনব কায়দায় তাদের শরীরে ফিটিং করা ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *