নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। এই নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আগে থেকেই সবুজ রাজশাহীর রূপকার বর্তমান রাসিক মেয়র এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র এএইচএম খায়রুজ্জামান লিটনের নাম আসছিলো। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন লিটন। সোমবার (১০ এপ্রিল) সোমবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমনটিই দলীয়সূত্রে জানা গেছে। এছাড়া মঙ্গলবার (১১ এপ্রিল) মনোনয়ন জমা দিয়ে রাজশাহী ফিরে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি জানান লিটন। তার এই ঘোষণার পূর্বে নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সকল বিভেদ ভুলে গিয়ে খায়রুজ্জামান লিটনের হয়ে সকল নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করার ঘোষণা দিয়েছিলেন।
আওয়ামী লীগ নেতারা মনে করেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে লিটনের বিকল্প কেউ নেই। রাজশাহীতে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লিটনকেই পুনরায় মেয়র হিসেবে দেখতে চান তারা। এছাড়া আওয়ামী লীগের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের পক্ষে আসন্ন নির্বাচনে কাজ করার আহ্বান জানিয়েছেন।