ফাইল ছবি
নিউজ ডেস্কঃ
উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণে দুই দিন সময় বাড়িয়ে ১৮ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ জুলাই পর্যন্ত এ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো।
সোনালী সেবার মাধ্যমে ফি পরিশাধের সময় ১৯ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো। সোনারী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।
এর আগে ১৫ জুলাই প্রকাশিত বোর্ড বিজ্ঞপ্তিতে সোনারী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ১৭ জুলাই।
বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত । সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের সর্বশেষ তারিখ ছিল ২৪ জুলাই পর্যন্ত।