এ দেশ কারো পৈতৃক সম্পত্তি নয় : মির্জা ফখরুল

বাংলাদেশে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আইনের শাসনের কথা সব সময় বলি না, যেটা বলি সেটা হচ্ছে সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জনগণের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করতে হবে। এ দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এ দেশের মানুষ এটার জন্য লড়াই করেছে। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে, চলে যাবে তা হতে পারে না। আমাদের সেখানে রুখে দাঁড়াতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চলছে। মেগাপ্রজেক্ট দিয়ে দিয়ে মেগাদুর্নীতি চলছে এবং সুপরিকল্পিতভাবে শুধু কথার জোরে, আমাদের দেশে একটা কথা আছে―চাপার জোর। যাদের জোর বেশি তাদের চাপার জোর, এই চাপার জোরে তারা নাকি এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে ফেলেছে। যে দেশের এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দুই বেলা দু’মুঠো ভালো খেতে পায় না সেই দেশে নাকি উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।

এ দেশটা আমাদের উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরই উন্নত করতে হবে। আমাদের পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের পথ দেখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন সেই সুদূর থেকে দিনরাত পরিশ্রম করে যিনি আমাদের পথ দেখাচ্ছেন একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার সেই যুদ্ধকে আমাদেরই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের ওপর জাতির অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। এখানে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সভ্যতার সময়ে যুগে যুগে পরিবর্তনে আপনাদের ভূমিকা ছিল অসাধারণ, এই বাংলাদেশেই বহু আইনজীবী ছিলেন, আছেন যারা অবস্থার পরিবর্তন করেছেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনাসভা হয়। আইনজীবীদের বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাটি আইনজীবীদের আরো ভালোভাবে পর্যালোচনা করার আহ্বানও জানান তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব কায়সার কামালের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট ইউনিটের আবদুল জাব্বার ভুঁইয়া, কামরুল ইসলাম সজল, ঢাকা বার ইউনিটের মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *