‘ঐক্যবদ্ধ’ সম্মেলনেও গ্রুপিং; ছাত্র ইউনিয়নের কাউন্সিল স্থগিত!

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন বেশ কিছুদিন ধরেই দুটি গ্রুপে বিভক্ত। এবার দুটি গ্রুপকে একত্রিত করে ৪১তম জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। যার পোশাকী নাম দেওয়া হয় ‘ঐক্যবদ্ধ ৪১তম জাতীয় সম্মেলন’। আজ ১৬ মার্চ অপরাজেয় বাংলার পাদদেশে ঐক্যবদ্ধভাবে আয়োজিত ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এম আকাশ।

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনে সম্মেলনের উদ্বোধন হলেও কাউন্সিল অধিবেশন হচ্ছে না! ঐক্যবদ্ধ ৪১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের দপ্তর উপপরিষদের আহ্বায়ক শাওন বিশ্বাস সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাউন্সিল পরিচালানার জন্য হলরুম পাওয়া না যাওয়ায় ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। কাউন্সিলের নতুন তারিখ পরবর্তীতে ঐক্যবদ্ধভাবে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ 

এদিকে সংগঠনটির বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে দুই পক্ষ এবারও ঐক্যমতে পৌঁছতে পারেনি। যে কারণে হলরুম না পাওয়ার অজুহাতে কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। সারাদেশ থেকে ঢাকায় আসা নেতাকর্মীদের একটা বড় অংশ এখনও কাউন্সিল অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এই সিদ্ধান্তে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সূত্রঃ কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *