ওমরাহ পালন শেষে দেশে ফিরেই গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকেলে ওমরাহ পালন শেষে শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর উপজেলার তেলিয়াপড়া এলাকার মরহুম চান্দ মিয়া চৌধুরী পীর সাহেবের মাজার নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়াপড়া এলাকার মরহুম চান্দ মিয়া চৌধুরী পীর সাহেবের মাজার নিয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরীর সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিগত ১২ বছরে সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি সেখানে মারামারির ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান পারভেজ আলম চৌধুরীকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরই মাঝে ইউপি চেয়ারম্যান পারভেজ আলম চৌধুরী ওমরাহ পালনে সৌদি আরব যান। মঙ্গলবার দেশে আসার পর তাকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *