৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার হলেন রাঙামাটির কাপ্তাই লেকে আটকে পড়া ১৭৫ পর্যটক। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী-শিক্ষকরা রাঙামাটির কাপ্তাই লেকে বেড়াতে যান। কাপ্তাই হ্রদ পানি কম থাকায় চরে আটকে যায় লঞ্চটি।
চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র সিরাজুল ও সাদ্দাম জানায়, আমরা সুবলং থেকে পুলিশের পলওয়ের পার্কে যাওয়ার সময় একটি চরে লঞ্চটি আটকে যায়। ছাত্ররা ঝুঁকি নিয়ে পানিতে নেমে লঞ্চকে নামানোর চেষ্টা
করেও কিছু হচ্ছিল না। এদিকে সন্ধ্যা নেমে আসায় সবাই ভয়ে পেতে শুরু করে। পরে ৯৯৯ কল দিলে কোতোয়ালী থানার পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন জানান, পুলিশ সুপার মহোদয় ফোনে বিষয়টি বলার পর আমি ও এএসপি সার্কেল স্যারসহ একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। অন্ধকার হওয়ার কারণে তাদের খুঁজে পেতে কিছুটা সময় লাগে। তবে লঞ্চে থাকা ১৭৫ জন সবাই সুস্থ রয়েছে বলে জানান তিনি।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জহিদুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পাওয়ার পর দ্রুত তাদের উদ্ধার করা হয়। কি কারণে লঞ্চটি চরে আটকে গেল। এখানে লঞ্চ মালিক ও দায়িত্বশীল কারো কোনো গাফিলতি ছিল কি না সেটাও খতিয়ে দেখব।