‘ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে’
নিউজ ডেস্কঃ
রাজশাহীর তানোরে উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর থানার ওসি আব্দুর রহিম, তানোর স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির দিক থেকে তানোর এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সরকারি তথ্য মতে উপজেলায় চারজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
তানোরবাসী যেন ভালো থাকে সে জন্য সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। সেই সঙ্গে তানোর থেকে মাদক ও বাল্যবিবাহের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে।
তানোর শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে দেওয়া যাবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।