নাটোর প্রতিনিধি :
নাটোর শহরে মিঠুন আলী নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আরও আহত হয় ৫জন।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত জাহিদুল (৩৬),আব্দুল্লাহ আল রাব্বি (২৭),বকুল মিয়া (৩৬),জাহিদুল (৩৪), স্বপ্ন (২৪) কে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা শহরের বলারিপাড়া
প্রত্যক্ষদর্শিরা জানান, গত ১৬ মে নাটোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নান্নু শেখকে কুপিয়ে জখম করে মিঠুনের সমর্থকরা। এর জের ধরে রোববার রাতে শহরের বলারিপাড়া এলাকায় নান্নুর সমর্থকরা হামলা চালিয়ে মিঠুনসহ ৬ জনকে কুপিয়ে জখম করে। এসময় মিঠুনের কবজি থেকে ডান হাত বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা।
মিঠুনের ভাই স্বপ্ন জানান, রাতে ভবানীগঞ্জ মোড়ের আওয়ামী লীগের স্থানীয় অফিস থেকে যুবলীগ নেতা মিঠুন ১০/১২ জন নেতাকর্মীকে নিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে বলারীপাড়ায় এলাকায় ২০/৩০ জন দুর্বৃত্ত হাঁসুয়া হাতে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে যুবলীগ নেতা মিঠুনের চোখে মরিচার গুড়া মিশ্রিত পানি ছুড়ে দিয়েই এলোপাথাড়ি কোপানো শুরু করে। এসময় মিঠুনের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সারা শরীরে কোপানো হয়।
নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী বলেন, দুই পক্ষের আভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের লোকজন পৌরসভার ৩ ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে ফেলেছে।
নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহরিয়ার বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় নিতে বলেছি।
এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি বলেন, কিছুদিন আগে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নানু শেখকে কুপিয়ে গুরুতর জখম করছে সন্ত্রাসীরা। সেই মামলায় মিঠুন অভিযুক্ত আসামি। ওই মামলায় যদি পুলিশ আসামিদের আইনের আওতায় আনতো তাহলে আজকের এমন ঘটনা হয়তো ঘটতো না।
গ্রুপিঙের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি কোনো গ্রুপ করি না। আওয়ামী লীগের সব লোকই আমার। যারা হামলার করেছে এবং যারা হামলার শিকার হয়েছে উভয়ই সন্ত্রাসী গ্রুপ। আমরা চাই সঠিক তদন্ত করে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক ।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপির সহকারি আকরামুল ইসলাম জানান, ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিষ্টার ও অর্থোপেডিক সার্জারী ডা. অভিজিদ সরকারসহ চারজন ডাক্তারের সমন্বয়ে একটানা ৪ ঘণ্টার অপারেশন শেষে মিঠুনের কাটা হাত জোড়া লাগানো হয়েছে। তবে আগের মত হবে না। ২০ শতাংশ কাজ করতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন। বর্তমানে মিঠুন ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোরের পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, এঘটনায় এখনো থানায় কেউ কোন মামলা দায়ের করেনি। তবে এ ঘটনার খবর পাওয়ার পর, অপরাধীদের ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এ রির্পোট লেখা পর্যন্ত এবং পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে শহরের অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।