প্রবাসীদের নিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা।
সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা শুধু বাংলাদেশে হয় না, বিশ্বের প্রতিটি দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারায় এবং অনেকেই সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের সামাজিক আন্দোলন একদিন জাতিসংঘের স্বীকৃতি পাবে বলে আশা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্কের প্রথম সচিব ইসরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমারের প্রতিনিধি সীমা, স্থানীয় সিটি কাউন্সিলম্যান জিম এফ জিনারো, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আয়োজক সঙ্গঠনের সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সহযোগিতায় ছিলেন যুগ্ম আহ্বায়ক খন্দকার রেজাউল করিম।