পর্তুগালঃ
পর্তুগালের বন্দরনগরী পোর্তো শহরে মসজিদের জন্য স্থায়ীভাবে ভবন ক্রয়ের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র ডঃ রুই মোরেইরা। গত জুমার নামাজ শেষে হযরত হামজা (রাঃ) জামে মসজিদে এই ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তোর প্রেসিডেন্ট ও স্থানীয় কাউন্সিল সদস্য শাহ আলম কাজলের উপস্থাপনায় এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম সহ অন্যান্য স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
দুটি ভবনে অস্থায়ীভাবে ভাড়ার মাধ্যমে জুমার নামাজসহ প্রতিদিন নামাজ আদায় করেন বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ। এই দুটি ভবন সিটি মেয়রের আর্থিক অনুদানের মাধ্যমে প্রায় ৮ লক্ষ ইউরো দিয়ে ক্রয় করে হযরত আমির হামজা (রাঃ) মসজিদের নামে দেবার প্রতিশ্রতি দেন মেয়র। এছাড়াও স্থানীয়ভাবে মুসলিমদের জন্য কবরের যায়গা করা হবে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন পোর্তো সিটির পুলিশ কমিশনার ডঃ এন্তনিয় সিলভা, কাউন্সিলর ডঃ ফার্নান্দো পাউলো, জুন্তা ফ্রেগসিয়ার সভাপতি নুনো পোজ।
উল্লেখ্য, বাংলাদেশের প্রবাসী ছাড়াও ভারত, পাকিস্তান, আফ্রিকাসহ অন্যান্য দেশের মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন।