পাসের হারে সেরা কারিগরি শিক্ষা বোর্ড

২০২২ সালের এইচএসসি ও সমমমানের পরীক্ষায় পাসের হারে সেরা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরীক্ষার এই ফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১১ হাজার ২০৪ জন।
পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯০ হাজার ২৬৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ৫৫৩ জন।
এছাড়া সাধারণ ৯টি বোর্ডে যথাক্রমে কুমিল্লায় ৯০ দশমিক ৭২, ঢাকায় ৮৭ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ৩২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *