বাগমারায় অগ্নিকান্ডে স্কুল শিক্ষক নিহত, দুই ছেলে গুরুতর দগ্ধ


বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ (হাসনিপুর) বাজার এলাকায় নিজ বাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ফরিদা ইয়াসমিন (৪৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এসময় তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার (২৫) ও কে এম রাফিউল বাশার (২০) গুরুতর দগ্ধ হয়েছেন। এঘটনায় ওই বাড়ির এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাদারীগঞ্জ বাজারস্থ পুরাতন আশা সিনেমা হলের মালিক এবং পার্শ্ববতি দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট কে এম এজাজুল বাশার স্বপন এর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে আগুন লাগে। ঘন্টা খানেক পর খবর পেয়ে বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস এবং মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে।
এক পর্যায়ে ওই বাড়ির তৃতীয় তলা থেকে কে এম এজাজুল বাশার স্বপন এর স্ত্রী ফরিদা ইয়াসমিন এর মৃতদেহ উদ্ধার করে। এসময় তার দুই ছেলে কে এম রাশেদুল বাশার কে তার শরীরের পঞ্চাশ ভাগ ও কে এম রাফিউল বাশার এর শরীরের আশি ভাগ দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। দূর্ঘটনার সময় বাড়ির মালিক কেএম এজাজুল হক স্বপন বাড়িতে ছিলেন না।
নিহত ফরিদা ইয়াসমিন পার্শ্ববতি দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শিবপুর উচ্চ বালিকা বিদ্যালের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের অকাল মৃত্যুতে এবং তার কোমলমতি দুই সন্তান গুরুতর দগ্ধ হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগমারার শিকদারীস্থ ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মেহেদী হাসান বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত হিসেবে প্রাথমিক ভাবে খড়ির চুলার আগুন থেকেই ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *