বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ
বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া বিলে অবৈধ ভাবে পুকুর খনন ও উক্ত পুকুর খননের মাটি কাকড়ায় করে ফসল নষ্ট করে পাকা রাস্তা দিয়ে মাটি বহন বন্ধের দাবিতে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে
অভিযোগ পত্র দাখিল করেন অত্র এলাকার কৃষকগনের পক্ষে গোবিন্দপাড়া গ্রামের মৃত আশুতোষ চংদারের ছেলে অনুপ কুমার টুটুল। অভিযোগপত্র সুত্রে জানা যায়, বিবাদী গোবিন্দপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আঃ কুদ্দুস (৪৫) ও সোলাইমানের ছেলে আব্দুস সামাদ আমার পৈতৃক সম্পতি গোবিন্দপাড়া মৌজার ৪৯০৪, ৪৯৩৯, ৪৯৭৭ ও ৫১৪৮ দাগের ফসল নষ্ট করে জোরপূর্বক ট্রাক্টর গাড়িতে করে মাটি বহন করে পাকা রাস্তা দিয়ে অন্যত্র মাটি নিয়ে যাচ্ছে ।
অনুপ কুমার টুটুল জানান, ফসল নষ্ট করে মাটি বহনে নিষেধ করায় বিবাদীগন আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে । এছাড়া সেখানে পুকুর খনন হলে অত্রবিলের চারপাশের হাজার হাজার কৃষকগন চরম ক্ষতির মধ্যে পড়বেন, এজন্য জরুরী ভিত্তিতে অবৈধ এই পুকুরটির খনন বন্ধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
গত ৮ই জুন রাজশাহী পুলিশ সুপার, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ বাগমারা থানা ও আইসি হাটগাঙ্গোপাড়া বরাবরে অভিযোগ করে কোন সুরাহা হয় নাই এবং খনন কাজ অব্যাহত থাকায় আবারও ১২ই জুন জেলা প্রশাসক রাজশাহী বরাবরে অভিযোগ করেন বলে জানান অনুপ কুমার টুটুল।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান বলেন, অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধের অভিযান অব্যাহত রয়েছে । অবৈধ পুকুর খননের খবর পেলে ব্যবস্থা নেয়া হবে।