বাগমারায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক
সহায়তায় টি-স্টল সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচীর আওতায় টি-স্টল সভা আরম্ভ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়ের টি-স্টলগুলোতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘অগ্নি-অ্যাওয়ারনেস, এ্যাকশন, এডভোকেসি ফর জেন্ডার-ইকুয়্যাল অ্যান্ড সেইফ স্পেস ফর উইমেন অ্যান্ড গার্লস’ প্রকল্পের আওতায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় তৃনমূল পর্যায়ে টি-স্টল গুলোতে সচেতনতামূলক সভা সহায়িকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। টি-স্টলে আগত প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং যুবকদের সঙ্গে যৌন হয়রানী এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সভা পর্যায়ক্রমে উপজেলার সকল টি-স্টলগুলোতে অনুষ্ঠিত হবে।
জানা যায়, ব্র্যাক অগ্নি প্রকল্প এলাকায় নারী, কিশোরীরা যাতে কর্মক্ষেত্রের আশেপাশে এবং কমিউনিটিতে যৌন হয়রানি মুক্ত পরিবেশে কাজ করতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেই লক্ষে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা দিয়ে যাচ্ছে। নাগরিক সমাজ সংগঠন (সিএসও), নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে পাবলিক স্পেসে এবং কর্মক্ষেত্রে জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমতা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষে এ কর্মসূচী পালন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় গাজিপুর ও রাজশাহী জেলার টি-স্টল গুলোতে আগত প্রাপ্ত বয়স্ক মানুষ ও যুবকদের মাঝে যৌন হয়রানি প্রতিকার বিষয়ে সচেতন করার লক্ষে আয়োজিত কর্মসূচী বাগমারায় আরম্ভ হয়েছে।

অগ্নি-অ্যাওয়ারনেস, এ্যাকশন, এডভোকেসি ফর জেন্ডার-ইকুয়্যাল অ্যান্ড সেইফ স্পেস ফর উইমেন অ্যান্ড গার্লস’ প্রকল্পের স্বেচ্ছাসেবী সাহানাজ আকতার জানান, এই কর্মসূচীর মাধ্যমে যৌন হয়রানী এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে টি-স্টল গুলোতে আসা লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
এর ধারাবাহিকতায় ‘অগ্নি-অ্যাওয়ারনেস, এ্যাকশন, এডভোকেসি ফর জেন্ডার-ইকুয়্যাল অ্যান্ড সেইফ স্পেস ফর উইমেন অ্যান্ড গার্লস’ প্রকল্পের প্রকল্প অফিসার মুরছালিন সরকার এর সার্বিক নির্দেশনায় এবং বাগমারার স্বেচ্ছাসেবী সাহানাজ আকতার টি-স্টল গুলোতে সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *