বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন


বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মৃতি সৌধ আকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে ২৫ মার্চের কালো রাতে যারা নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিল সে সকল শহীদদের স্মরণে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ মাহমুদুর রহরমান রেজা, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাবিবুর রহমান মটর, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম বাবু, সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু, সদস্য জহুরুল ইসলাম, উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ। আলোচনা শেষে এবং প্রদীপ প্রজ্জ্বলন শেষে ২৫ মার্চের কালোরাতে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *