বাগমারায় কৃষকদের মাঝে বিনা মূলে সার ও বীজ বিতরণ


বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জামের সরিষা বীজ ও রসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়।
শনিবার (২৮অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকুসহ সুবিধাভোগী কৃষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
এবারে উপজেলায় পূণর্বাসন কর্মসূচী ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫শ ৬০ জন কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ ও ডিএপি ১০ কেজি, পটাশ সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *