বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ইদ্রীসিয়া কাসেমুল উলুম মোহাম্মদপুর মোহনগঞ্জ কওমী হাফিজিয়া মাদ্রাসায় এক টন লবন উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭জুন) বিকেলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লবন দেয় হয়।
জানা যায়, ঈদুল আযহায় মোহনগঞ্জ কওমী হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে স্থানীয়সহ বিভিন্ন এলাকার লোকজন বিপুল পরিমান কোরবানীর পশুর চামড়া দান করেন। কোরবানীর পশুর সেই চামড়া প্রক্রিয়াজাত করতে প্রচুর লবন প্রয়োজন হওয়ায় প্রশাসনের পক্ষে তা উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সহযোগিতায় মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয়। বর্তমানে ওই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যাও অনেক হওয়ায় ব্যয় খরচ বাড়ছে । প্রতিদিনের যে ব্যয় তা মেটানো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনেক কষ্টকর হয়ে পড়ে । বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি এবং জেলা প্রশাসক শামীম আহমেদ এর নির্দেশনায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ান এর মাধ্যমে মোহনগঞ্জ কওমী হাফেজিয়া মাদ্রাসায় ১ টন লবন প্রদান করা হয়েছে।
লবন প্রদান কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মোহনগঞ্জ কওমী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী প্রমুখ।