বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ানের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন ও উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে একটি র্যালি উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ানের নেতৃত্বে বের হয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাবেশে মিলিত হন। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, নাটোর পল্লী বিদুৎ সিমিতি- ১ এর বাগমারা জোনের কর্মকর্তা মিনারুল ইসলাম, ফায়ার সার্ভিস বাগমারা ষ্টেশন অফিসার মেহেদী হাসানসহ উপজেলায় কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ দিকে বাগমারায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্স ও মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি মাদ্রাসা মাঠে কর্মসূচি পালন করা হয়।