বাগমারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড়ে একত্রিত হয়। রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম টুটুল এর নির্দেশনায় নেতৃবৃন্দ সেখান থেকে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকল ভাষা শহীদ স্বরনে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শাহিন রেজা শাহিন, বিএনপি নেতা রাশেদুল হক ফিরোজ, সানাউল্লাহ মাস্টার, আমিনুল ইসলাম, মোজাহার আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপি নেতা আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সিদ্দিক, আলাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম টুটুল, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিন, সদস্য সচিব জহুরুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন রতন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, যুবদল নেতা রইসুল ইসলাম হান্নু রশিদ, জুয়েল, আজাদ, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মীর মাসুদ, সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা কাফি, গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ , ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম গাজি, সদস্য সচিব ডিএম শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন, ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদল নেতা ডিএম হালিম, মাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাক্কার, সাধারণ সম্পাদক সামিউল, সাংগঠনিক সম্পাদক ওহাব সহ বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *