বাগমারায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর অগ্নি প্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
‘অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশন অ্যান্ড এডভোকেসি ফর জেন্ডার-ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন অ্যান্ড গার্লস’ প্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভার আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
এছাড়াও সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, থানার পরিদর্শক (তদন্ত) শোয়েব আহমেদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল করিম, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আহসান হাবীব, পল্লী বিদ্যুতের ডিজিএম মিনারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য শ্রেনী ও পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভার পরিচালনা ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক-অগ্নি) মিজানুর রহমান পারভেজ ও সহযোগীতায় স্বেচ্ছাসেবক সাহানাজ আক্তার।
উল্লেখ্য, অগ্নি প্রকল্পটি মূলত রাজশাহী জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংগঠন কে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানী ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরী, রিপোর্টিং ও প্রতিকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে। এ লক্ষ্যে উপজেলার চারটি স্কুলে ৮০০ শিক্ষার্থীকে সচেতনতামূলক সেশন, চারটি স্কুল পর্যায়ে যৌন হয়রানী কমিটি গঠন, ফলোআপ, কমিউনিটি পর্যায়ে অভিভাবক সভা ও টি-স্টল মিটিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *