বাগমারায় র‌্যাবের অভিযানে দুই সহযোগীসহ কথিত চিকিৎসক আটক

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দুই সহযোগীসহ কথিত চিকিৎসকে আটক করা হয়েছে। তারা হলেন তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার ভুয়া চিকিৎসক মাহাবুর রহমান রাজু, তার সহযোগী আল আমিন ও দেহরক্ষী হাসান আলী। মঙ্গলবার রাত ৮ টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নিজ বাসায় স্থাপন করা চিকিৎসা কেন্দ্র থেকে তাদের আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কথিত চিকিৎসক মাহাবুর রহমান রাজু ধর্ষণ ও হত্যা মামলায় ৪৪ বছরের সাজা প্রাপ্ত আসামি। সে দীর্ঘ দিন যাবৎ জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পায়। এরপর সে তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লায় তার নিজ বাড়িতে চিকিৎসা কেন্দ্র স্থাপন করে সন্তান হওয়া, বুকের ব্যাথা, হার্ট ও কিডনির সমস্যাসহ বিভিন্ন কঠিন ও জটিল রোগের চিকিৎসার নামে এলাকার গরীব ও অসহায় মানুষের কাছে থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। চিকিৎসার নামে টেবিলে এক গ্লাস পানি রেখে সেই পানি দেখেই সে রোগ নির্নয় ও চিকিৎসা দিতে পারত বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। তার এই প্রতারণামুলক চিকিৎসা ব্যবস্থাকে বিশ^াস করে প্রতিদিন দূরদুরান্ত থেকে বিভিন্ন এলাকার অনেক গরীব ও অসহায় মানুষ চিকিৎসা নিতে তার কাছে আসতো। আর তাদের কাছে থেকে দুই-থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার গণমাধ্যমে চিকিৎসার নামে প্রতারণার একটি খবর প্রকাশিত হয়। সেটি আমলে নিয়ে র‌্যাব মাহাবুর রহমান রাজুর বাড়িতে অভিযান চালায়। এ সময় রাজু চিকিৎসক হিসেবে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও চিকিৎসার নানা কৌশল অবলম্বর করে সে রোগিদের সাথে প্রতারণা করে আসছিল। যার প্রমানও পাওয়া যায়। এ কারণে দুই সহযোগিসহ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে র‌্যাব জানায়, সে এসএসসি পাশও করেনি। অথচ চিকিৎসক সেজে গ্লাসে পানি দেখে রোগ নির্নয় ও চিকিৎসা দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে তার দুইজন সহযোগীসহ তাকে আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *