বাগমারা প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ রাজশাহীর বাগমারায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর অধ্যায়নরত প্রথম ৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭এপ্রিল) সকাল ১০ টায় ট্যাব বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। লেখাপাড়া করার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে ৯ম ও ১০ম শ্রেণীর সেরা তিন জন করে শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। দেশের উন্নয়নে যে পরিমান অগ্রগতি সাধিত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সুষম বন্টন পদ্ধতি পালন করে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত করা সহ দেশের সম্পদকে কাজে লাগিয়েছেন। জাতির পিতা স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশকে সোনার বাংলায় পরিণত করছেন। প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে মেধাবীরা অনেক ভালো করবে। বাসায় বসে থেকে বিশে^র বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। সমৃদ্ধ হবে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য বছরের শ্রেষ্ঠ নারী।
অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি প্রমুখ। উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।