বাগমারায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম

বাগমারা প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বিদ্যালয় ক্যাটাগরিতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ।
এ ঘোষনার পর থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই পরিবর্তন হতে থাকে বিদ্যালয়টির। বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। দক্ষ ম্যানেজিং কমিটির প্রচেষ্ঠায় ও এলাকাবাসির সহায়তায় অল্প সময়ের মধ্যেই অধিক সুনাম অর্জন করে বিদ্যালয়টি।
পাবলিক পরীক্ষায় এসেছে জিপিএ-৫ সহ সন্তোষজনক ফলাফল। বিদ্যালয়ের বর্তমানে মনোরম পরিবেশসহ নানাবিধ উন্নয়ন করা হয়েছে।
খেলাধুলা, সংস্কৃতি, লেখাপড়ায় এক বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া লাগে। এছাড়াও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তাঁর নেতৃত্বেই একদল প্রতিশ্রুতিশীল শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টির উন্নয়ন সাধন করে যাচ্ছেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *