বাগমারার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় চত্বর বন্যার পানিতে তলিয়ে গেছে

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর বন্যার পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে ফকিরনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তুলনামূলক নিম্নাঞ্চলে নির্মিত ওই বিদ্যালয় চত্বর তলিয়ে যায়। বিদ্যালয়ের পুরাতন ভবনের কক্ষ গুলোর ভেতর পানি প্রবেশ করেছে এবং নতুন ভবনের সিড়ি পর্যন্ত তলিয়ে গেছে। এতে করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চরম দূর্দশায় পড়েছেন। পাশাপাশি শিশুদের নিরপত্তা নিয়েও চরম হতাশা দেখা দিয়েছে। তবে নদীর পানি কমে গেলে পরিস্থতি স্বাভাবিক হবে বলেও স্থানীয় অভিভাবক, শিক্ষকরা মনে করছেন। অপরদিকে উপজেলার মীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরেও পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুর রহমান জানান, বিদ্যালয় চত্বরে পানি প্রবেশ করায় কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট করেই বিদ্যালয়ে আসতে হচ্ছে।
কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, গত মঙ্গলবার থেকে বিদ্যালয়ের ভেতর পানি প্রবেশ করায় চরম বেকায়দায় পড়তে হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কালিকাপুর ও মিরপুর বিদ্যালয়ে পানি প্রবেশের বিষয়টি অবগত হয়েছি। সার্বক্ষনিক খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়ছে। সামনে দুই দিন ছুটি রয়েছে। ছুটির পর পানি না কমলে ক্লাস বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *