ঈদের আগে থেকেই দেশের ক্রীড়াঙ্গনের জন্য লজ্জা বয়ে আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর্থিক কেলেঙ্কারির দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করে ফিফা। এর পরই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। কাজী সালাউদ্দিন আর সালাম মুর্শেদীদের সরানোর দাবি ওঠে। মাঝে ঈদের ছুটি হয়ে যাওয়ায় সব কিছু স্তিমিত হয়ে যায়। এর মাঝেই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে বাংলাদেশ নারী দল গেল সিঙ্গাপুরে।
গতকাল সোমবার সিঙ্গাপুরে পৌঁছে পুরোপুরি বিশ্রামে ছিল বাংলাদেশ দল। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুশীলন। আগামীকাল ২৬ এপ্রিল বুধবার প্রথম ধাপের বাছাইয়ে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে গ্রুপের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে ছোটনের দল। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। তার আগে আজ এক ভিডিও বার্তায় বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, তুর্কমেনিস্তানকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছে না তার দল।
ছোটন বলেন, ‘আমরা সবাই ভালো এবং সুস্থ আছি। সাফে খেলার পর থেকে আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করছি। আমরা প্রস্তুত আছি। ৮টায় আমাদের ট্রেনিং আছে, মাঠের সাথে পরিচিত হব, যেহেতু আমাদের মাঠ অন্য রকম। নতুন মাঠে আমরা অনুশীলন করব এবং মাঠটা কেমন, সেটার সাথে পরিচিত হব। ভালো প্রস্তুতি নিয়েই আমরা দেশ থেকে এসেছি। সিঙ্গাপুরে আসার পর মেয়েরা সুস্থ আছে এবং ভালো আছে। যেহেতু প্রথম ম্যাচ, কালকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা প্রস্তুত। মেয়েরা তাদের স্বাভাবিক খেলা খেলবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে।’