বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ৯০ নেতাকর্মী আটক

নিউজ ডেস্কঃ

রাজধানীতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের সময় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংঘর্ষের সময় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘রাজধানীতে অবৈধ সমাবেশ থেকে ৯০ জনকে আটক করা হয়েছে। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’

রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে শনিবার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, ডিএমপির অনুমতি না নিয়ে চালানো বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।’

এর আগে শুক্রবারের মহাসমাবেশ থেকে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আওয়ামী লীগও তাদের শান্তি সমাবেশ থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি দেয়। পরে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি বাতিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *