দেশের উত্তর-পশ্চিমাঞ্চল বা রাজশাহীতে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসেনি। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (৬মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।
রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কমা-বাড়া দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়া দপ্তর তাকে অপরিবর্তিত বলে থাকে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামী তিনদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।- জাগোনিউজ