সংবাদ সম্মেলন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের বাথানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩) বেলা সাড়ে ১২টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেন এসপি মো. সাইফুর রহমান, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন, সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) তৌফিকুল হাসান, এসআই আব্দুল আলিম, এএসআই মো. মুক্তার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এসপি মো. সাইফুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে পদ্মা নদীর চর এলাকা হতে আসা একটি মোটরসাইকেলকে সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ জন সন্ত্রাসীরা রেজিস্টেশন বিহীন টিভিএস আরটিআর ৪ভি একটি লাল রঙের মোটরসাইকেল, তুর্কির নির্মিত .২২ ইঞ্চি লম্বা একটি কালো রংয়ের ১২ বোর শটগান, চেকোশ্লোভাকিয়ার নির্মিত ম্যাগাজিন সংযুক্ত একটি .২২ বোর রাইফেল, লম্বা বাটসহ ৪৮ ইঞ্চি দৈর্ঘ্য দুইটি ২৫৭৭ একনলা বন্দুক, দুইটি বাক্সে .২২ বোর রাইফেলের গুলি ৯৭ টি এবং ১২ বোর শটগানের গুলি ২৫ টি ফেলে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে পুলিশ ধাওয়া করলে অস্ত্র ও মোটরসাইকেল ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারেরশ চেষ্টা অব্যহত রয়েছে। পদ্মা চরের সন্ত্রাসী গ্রুপ পান্না বাহিনীর অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।