বাগমারা প্রতিনিধি
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পিস প্রকল্পের আওতায় রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিকদের কার্যকর ভাবে সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং মাদক, বাল্য বিবাহসহ নানাবিধ প্রতিরোধ মূলক উদ্যোগ গ্রহনের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে শান্তি শৃঙ্খলা রক্ষায় এমন আয়োজন করা হয়।
এর আগে দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাফিউল আওয়াল দি এশিয়া ফাউন্ডেশনের পরিচিতি এবং পিস প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে অবহিত করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বার এসোসিয়েসনের সভাপতি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, বাগমারা উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ্ মোঃ আশরাফুল আলম, প্রোফেশনাল এএসপি শামীম আহম্মেদ, জাহিদ হাসান, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি, সাবেক চেয়ারম্যান সরদার জানমোহাম্মাদ, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীসহ সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
কর্মশালায় অংশ গ্রহনকারীগন তাদের এলাকায় সমস্যার সম্মুখীন হন এমন বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসময় নানা প্রশ্নের উত্তর দেন।