চট্রগ্রামে প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে বাগমারায় মানববন্ধন

বাগমারা প্রতিনিধি
চট্রগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল দফতরের কর্মকতা-কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
জানা যায়, গত ২৯জানুয়ারী রোববার চট্রগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী নিজ কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় সাহাবুদ্দিনের নেতৃত্ব্ ে২০/২৫জন ঠিকাদার সন্ত্রাসী কায়দায় তার কক্ষেপ্রবেশ করে। প্রকৌশলী গোলাম ইয়াজদানী এর সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা অতর্কিত ভাবে ওই প্রকৌশলীর ওপর হামলা চালিয়ে উপর্যূপরি কিলঘুষি মেরে আহত করে। এ ঘটনায় এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইআইবি) এর পক্ষ থেকেও জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বাগমারা উপজেলা প্রকৌশল দফতরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাহাদত হোসেনর রিপন, মাহমুদুল হাসান, মাহমুদুন্নবী, জিয়াউর রহমান, সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, হিসাব রক্ষক শফিকুল ইসলাম,অর্গানাইজার অলিউল্লাহ, সিসিটি সাবের আলী, কার্য সহকারী ইউসুফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *