রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

রাজশাহীর ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮হাজার বই বিতরণ

বাগমারা প্রতিনিধি
দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ পূবালী ব্যাংক লিমিটেড এর সহায়তায় রাজশাহীর ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের জন্য দেশি-বিদেশী বিভিন্ন লেখক, মনীষীদর জীবনী, বিজ্ঞান ভিত্তিক, চলমান বিশ্ব, শিশুদের বইসহ নানা গল্প, উপন্যাস, ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা ৭০লাখ টাকা মূল্যমানের প্রায় ৮হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (৬ফেব্রুয়ারী) রাজশাহী কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে বই পড়বে সে কোন ক্রাইম করতে পারেনা। শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে তিনি বই পড়ার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে দি এশিয়া ফাউন্ডেশনের নতুন উদ্যোগ, শিশুদের জন্য তৈরি করা ‘লেটস রিড’ নামের একটি ফ্রি ডিজিটাল লাইব্রেরি অ্যাপস বিষয়ে ধারনা দিয়েছেন। এছাড়াও তিনি লেটস রিড এর সুবিধাগুলি বর্ণনা করার সাথে সাথে এই প্ল্যাটফর্ম শিশুদের জন্য, বাবা-মা, শিক্ষক বা সকলের জন্য কতটা কার্যকর তা নিয়েও কথা বলেছেন। এই অ্যাপটি গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলে তিনি জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) কল্পনা রায়, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিরেক্টর জুনায়েদ জামাল, প্রোগ্রাম ডেভেলপমেন্ট ডিরেক্টর আইনী ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শুক্লা দে সহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি ও শিক্ষার্থী বৃন্দ। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জ্ঞানের বাহক হিসেবে বইয়ের গুরুত্ব, ডিজিটাল লাইব্রেরির প্রয়োজনীয়তা, ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাফিউল আওয়াল। বই বিতরণ অনুষ্ঠানে আগত আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক জানান, দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বই গুলো পেয়ে আমরা আনন্দিত । এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশন ১৯৫৪ সাল থেকে বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে বাংলাদেশের আটটি বিভাগের তিনশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরিতে ত্রিশ হাজার বই বিতরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *