নগরীর বোয়ালিয়া থানাা খানসামার চকমিয়াপাড়ায় অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে গাজাসহ ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ধৃত ব্যক্তিরা হলেন, দামকুড়া থানার হরিপুরের মৃত মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), মতিহার থানার নতুন বুধপাড়ার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), দামকুড়া থানার ফেতরাপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫) ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়ার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮)। ধৃতদের কাছ থেকে গাঁজা ছাড়াও মোবাইল ফোন-৬টি, সিমকার্ড-১২টি, ইজিবাইক-০১টি ও মোটরসাইকেল-১টি উদ্ধার করা হয়।
র্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে থেকে আসামীদের গাজাসহ গ্রেফতার করা হয়।
আসামীরা জানায় যে, অবৈধ গাঁজা অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল এবং ইতিপূর্বে আরো কয়েক বার বিভিন্ন পন্থায় গোপনে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছিল মর্মে স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।