ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। মঙ্গলবার দিনগত রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত আমিরুল উপজেলার চালিতাবুনীয় গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রবাসী মাহাবুবুর রহমানের ছেলে নিরাজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রি ইউনুসের ছেলে মো. হোসাইনকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আটক করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদরাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আমিরুল মাহফিল শুনে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত আমিরুলের বড় ভাই অলিউল ইসলাম অভিযোগ করে বলেন, চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবির সঙ্গে আমিরুলের ছেলে তরিকুলের ক্রিকেট খেলার সময় মোবাইল ফোন নিয়ে মারামারি হয়। এ ছাড়া পাশের সৌদি প্রবাসীর মেয়েকে তাহসিন বিয়ে করতে চায়। পরর্বতীতে আমিরুল ওই মেয়েকে তার ভাগ্নের সঙ্গে বিয়ে দেয়। এসব ঘটনার জেরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার এ ঘটনা নিশ্চিত করে বলেন, গভীর রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।