বাংলাদেশসহ বিশ্বের ২১টি দেশের অংশগ্রহণে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু আন্তর্জাতিক প্লাস্টিক মেলা (আইপিএফ) ২০২৩। প্লাস্টিকপণ্যের আন্তর্জাতিক বাজার ৫৭০ বিলিয়ন ডলারের। কিন্তু এই বিশাল বাজারে বাংলাদেশ মাত্র ১.২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারছে, যা ১ শতাংশেরও কম। গত সোমবার রাজধানীর পল্টনে বিপিজিএমইএ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সামিম আহমেদ বলেন, ‘প্লাস্টিক খাতে ৫৭০ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অর্জন শূন্য দশমিক ১ শতাংশ। আগামী দিনে আমরা প্লাস্টিক খাত ৩ শতাংশে নেওয়ার লক্ষ্যে কাজ করছি। প্লাস্টিক খাতে সারা দেশে প্রায় পাঁচ হাজার মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। দেশের অভ্যন্তরে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিকপণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে। সরকার এই খাত থেকে প্রতিবছর প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পাচ্ছে। কর্মসংস্থান হয়েছে ১৩ লাখ লোকের। বর্তমানে দেশ থেকে পণ্য রপ্তানিতে প্লাস্টিকের অবস্থান ১৩তম। কিন্তু প্রচ্ছন্ন হিসাব এর সঙ্গে যুক্ত করলে অবস্থান হবে ষষ্ঠ।
তিনি বলেন, বর্তমানে প্লাস্টিকপণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, চীন, ভারত, নেপালসহ ১২৬টি দেশে রাপ্তানি হচ্ছে। এই খাতে প্রবৃদ্ধি ২০ শতাংশ হারে বাড়ছে। ২০০৩-০৪ অর্থবছরে সামগ্রিক প্লাস্টিক রপ্তানি ছিল ১০৭.২৯ মিলিয়ন ডলার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী মেলাটি ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। অংশ নেওয়া বিশ্বের ২১টি দেশের মধ্যে চীন, তাইওয়ান, ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, আমেরিকা, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত উল্লেখযোগ্য। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় আইপিএফ উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।