চারঘাটের মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চারঘাট প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস শতকরা ৫০ ভাগই উত্থাপিত হয়নি। আমাদের আশেপাশে যেসব মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাঁদের গল্প শুনে চারঘাটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুঁজে বের করতে হবে। চারঘাটের মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাস আছে, জাতির কাছে তা তুলে ধরতে হবে।

রোববার (০২ এপ্রিল) দুপুরে চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ গ্রহীতাদের চেক বিতরণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চারঘাটের থানাপাড়া আক্রমণ করেছিল পাকিস্তানি ঘাতকগোষ্ঠী। দখলদারবাহিনী সেদিন থানাপাড়ার সকল পুরুষদের পদ্মাপাড়ে নিয়ে গিয়ে হত্যা করেছিল, নারীদেরকে বিধবা করেছিল। তিনি চারঘাটের মুক্তিযুদ্ধের আরও অনেক অজানা ইতিহাস মানুষের কাছে তুলে ধরারজন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতাকে ব্যতিক্রমধর্মী ও শিক্ষণীয় একটি অনুষ্ঠান উল্লেখ করে এ কৃতিত্বের জন্য উপজেলা নির্বাহী প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে চারঘাটের সকল ছাত্র-ছাত্রী অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়মিত পাঠদানের সঙ্গে সম্পৃক্ত হলে অতীতের চেয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বেশি জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চারঘাট সার্কেল সিনিয়র এএসপি প্রণব কুমার, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৯ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি করে বই তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলার অসহায় প্রতিবন্ধীদের মাঝে ২১ টি হুইল চেয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ৫১ জন ঋণগ্রহীতাকে নগদ ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা এবং উপজেলার অসুস্থ ১১জন রোগীকে এককালীন ৫০ হাজার টাকা করে মোট সাড়ে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এরপর বিকেল ৩ টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি চারঘাট সদর ইউনিয়নের রাওথা এলাকার বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *