মান্দায় টিসিবি পণ্যের কার্ড আটকে টাকা আদায়ের অভিযোগ

নওগাঁর মান্দায় টিসিবি পণ্যের কার্ড আটকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এতে আজ সোমবার (৩এপ্রিল) পণ্য নিতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন কার্ডধারীরা। অনেকে বাধ্য হয়ে টাকা দিয়ে কার্ড নিয়ে পণ্য তোলেন।

কার্ডধারীদের অভিযোগ, চেয়ারম্যান আশরাফুল ইসলামের নির্দেশে বসতবাড়ির হোল্ডিং নম্বর প্লেট দিয়ে ১০০ টাকা করে আদায় করছেন গ্রাম পুলিশরা। অনেকে এটি নিয়েছেন আবার কেউ কেউ নেননি। টিসিবির কার্ডধারী যারা হোল্ডিং নম্বর প্লেট নেননি আজকে তাদের কার্ড আটকে টাকা আদায় করা হয়েছে।

ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘টিসিবির পণ্য নিতে আজকে আমি ইউনিয়ন পরিষদে আসি। এ সময় গ্রামপুলিশ আমার কাছে হোল্ডিং নম্বর প্লেট বাবদ ১০০ টাকা পরিশোধের চিরকুট দেখতে চান। সেটি দেখাতে না পারায় আমাকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি। পরে ধারে টাকা নিয়ে নম্বর প্লেট নিয়েছি। এরপর লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে পেরেছি।’

কার্ডধারী গোলাম মোস্তফা বলেন, গ্রাম পুলিশেরা বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং নম্বর প্লেট দিয়ে ১০০ টাকা করে আদায় করছে। এরপর তারা বাড়িতে টাকা
পরিশোধের একটা চিরকুট দিয়েছে। কার্ডের সঙ্গে সেই চিরকুট দেখিয়ে টিসিবির পণ্য নিতে হচ্ছে। আগে যারা টাকা দেয়নি তাঁদের কার্ড আটকিয়ে টাকা আদায় হয়েছে।

এসব অভিযোগ প্রসঙ্গে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, ইউনিয়নে বসতবাড়ির হোল্ডিং নম্বর দিয়ে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। টিসিবির কার্ডধারী যারা হোল্ডিং নম্বর প্লেট নেননি আজ তাদের কাছ থেকে ওই টাকা নেওয়া হচ্ছিল। ইউএনও ফোন দেওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *