আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প, নিউ ইয়র্কে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ

নিউ ইয়র্ক পুলিশের কর্মীরা নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটান ফৌজদারি আদালতের বাইরে ব্যারিকেড স্থাপন করছেন৷ ছবি : কেনা বেটাঙ্কুর/গেটি ইমেজ/এএফপি

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে আত্মসমর্পণ করার কথা তার। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন, সোমবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে চলে আসতে পারেন ট্রাম্প। নিউ ইয়র্কে এলে তিনি ট্রাম্প টাওয়ারে থাকবেন। মঙ্গলবার সকালে ট্রাম্প সেখান থেকেই ম্যানহাটানের ফৌজদারি আদালতে যাবেন বলেও জানিয়েছেন ওই উপদেষ্টা।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, এবারও সে রকম পরিস্থিতির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়নি নিউ ইয়র্ক পুলিশ। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ট্রাম্প টাওয়ার, ম্যানহাটানের আদালত ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে। দুটি ভবনের চারপাশেই ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ।

তবে নিউ ইয়র্ক পুলিশ এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা খুব বেশি দেখছে না। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের ওপর এখনো বড় ধরনের কোনো হমকির ইঙ্গিত পাওয়া যায়নি।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করেছিলেন যে প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন, কিন্তু তার বিজয়কে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সমর্থকদের রাস্তায় নামার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তার পরই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে রিপাবলিকানদের সেই হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *